টেলিভিশনে কমলা-ট্রাম্প বিতর্ক দেখল প্রায় ৭ কোটি মানুষ

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ সেপ্টেম্বর ১২, ১০:৩৬ পূর্বাহ্ন

প্রথমবারের মতো স্থানীয় সময় মঙ্গলবার সরাসরি বির্তকে মুখোমুখি হয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এ বিতর্কটি ১৭টি টেলিভিশন নেটওয়ার্কে দেখেছে ৬ কোটি ৭০ লাখ মানুষ। এ তথ্য জানিয়েছে মার্কিন গবেষণা সংস্থা নিয়েলসেন।  

ট্রাম্প-কমলার এবারের বিতর্কের আয়োজন করেছিল মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ। ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে অনুষ্ঠিত ৯০ মিনিটের এ বিতর্ক অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ডেভিড মুইর ও লিনসে ডেভিস। বিতর্কটি ১৭টি টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে সম্প্রচারিত হয়।


আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্লেষকরা প্রেসিডেন্ট নির্বাচনের আগে দুই প্রার্থীর এই বিতর্ককে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে আখ্যা দিয়েছিল। 

এর আগে গত জুনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ট্রাম্পের প্রথম বিতর্ক দেখেছিল ৫ কোটি ১০ লাখ মানুষ। ওই বিতর্কের আয়োজন করেছিল মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।  বিতর্কে ট্রাম্পের কাছে ধরাশায়ী হওয়ার পর নানা ঘটনার প্রেক্ষাপটে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার করে নেন বাইডেন। 


সিএনএনের একটি প্রতিবেদনে বলা হয়, স্পোর্টস ইভেন্টের বাইরে টেলিভিশনে এ বছর সবচেয়ে বেশি দর্শক টানতে পেরেছে কমলা-ট্রাম্প বিতর্ক। তবে আগের বছরগুলোর চেয়ে এবার কম দর্শক টিভিতে বিতর্ক দেখেছে। ২০২০ সালে টেলিভিশনে ট্রাম্প-বাইডেনের বিতর্ক দেখেছিল প্রায় ৭ কোটি ৩০ লাখ মানুষ। আর ২০১৬ সালে হিলারি-ট্রাম্পের বিতর্ক টেলিভিশনে দেখেছিল রেকর্ড ৮ কোটি ৪০ লাখ দর্শক। 

গবেষণা সংস্থা নিয়েলসেন বলছে, ২০১৬ সালের পর থেকে দর্শকদের অভ্যাস নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। সংশ্লিষ্টদের মতে,  টেলিভিশনের দর্শক কমে যাওয়ার কারণ হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো। এই মাধ্যমেও লাখ লাখ মানুষ এই বিতর্ক দেখেছে।  

মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসির দাবি, গত ১৬ বছরের মধ্যে সবচেয়ে বেশি দেখা বিতর্ক ছিল ট্রাম্প-কমলারটি। এ বিতর্ক এবিসি টেলিভিশনে সরাসরি দেখেছে ১ কোটি ৯০ লাখ মানুষ মানুষ। এ  টেলিভিশন ছাড়াও প্রায় ৭০ লাখ মানুষ ডিজনির বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে বিতর্কটি দেখেছে। 

এদিকে এই প্রেসিডেন্সিয়াল বির্তকে ট্রাম্প-কমলা অসংখ্য মিথ্যা আর বিভ্রান্তিকর কথা বলেছেন। তবে মিথ্যা কথা বলার দিক থেকে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের চেয়ে এগিয়ে ছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন গণমাধ্যম নিউইর্ক টাইমস তাঁদের মিথ্যার বেসাতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে উঠে এসেছে এই দুই মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীর মিথ্যা ও বিভ্রান্তির আদ্যোপান্ত। ট্রাম্প বলেছেন ৩২টি মিথ্যে কথা, অন্যদিকে কমলা বলেছেন ৯টি।


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework